বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০ শতাংশ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর পদন্নোতি পেয়ে চাকরি করার রায় এবং ২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগের বিরুদ্ধে সারাদেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ৬ দফা দাবির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং কাপ্তাই সড়ক অবরোধ করা হয়।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় প্রতিবাদ মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কে এসে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বিএসপিআই এর সি়ভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী, ইলেকট্রনিক ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম এবং প্রবীর রাতুল এর নেতৃত্বে বেলা আড়াইটা হতে ৫টা পর্যন্ত শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে নানা স্লোগান দিতে থাকে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। এরপর ছাত্ররা তাদের দাবী সহ একটি স্মারকলিপি ইউএনও এর নিকট হস্তান্তর শেষে বিকেল ৫টায় সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।
আন্দোলনরত শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী এই প্রতিবেদককে বলেন, তাদের দাবি গুলো পূরন না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে দায়ের করা সকল অবৈধ মামলা বাতিল করতে হবে।