কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮এপ্রিল)বিকাল ৩টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপি এর’ আওতায় নারী সমাবেশে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো.দেলোয়ার হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, তারুণ্য নির্ভর, উন্নত সমৃদ্ধ, শোষনমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, যুবসমাজকে মাদক হতে দূরে থাকতে হবে।
তিনি আরোও বলেন, গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানব পাচার, যৌতুক ও ইভটিজিং বিষয়ে নারীদেরকে বেশী সচেতন হতে হবে ।
নারী সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: কবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা নুংমেচিং মারমা। এর আগে একই ভ্যেনুতে তথ্য আপার আয়োজনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় এলাকার ১শ’নারী অংশগ্রহণ করেন।