রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে সংগঠিত হয়ে পুড়ে ছাই হয়ে গেছে এই বাজারটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় লঞ্চ ঘাট সংলগ্ন একটি হোটেল থেকে আগুনের সুত্র পাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে কি ভাবে আগুন লেগেছে এখনো এ সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেনি।
মাইনীমূখ বাজারে আগুন লেগেছে খবর পেয়ে সাথে সাথে লংগদু জোনের সেনা সদস্যরা বাজারে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। লংগদু ফয়ার সার্ভিস এবং লংগদু সেনাবাহিনীর একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, দুটি হোটেল, দুটি কুলিংকর্ণার এবং একটি মুর্দিমালের দোকান ও পেছনে থাকা বাসাবাড়ি আগুন লেগে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ এখনো সঠিক ভাবে বলা যাচ্ছেনা। আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষয় ক্ষতির পরিমাণ জানানো হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন, লংগদু জোন কমান্ডার, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।