খাগড়াছড়ি’র রামগড় উপজেলায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসি ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধারাবাহিকতা বজায় রেখে আরো ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে রামগড় রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় রামগড় উপজেলা বিএনপি’র সভাপতি মো.জসিম উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।