মহালছড়ি উপজেলা আওতাধীন ১নং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ৪নং মাইসছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ একরাম হোসেন রানা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব নুরুল ইসলাম এবং সদস্য সচিব ফাইজুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় মহালছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


















