খাগড়াছড়ি সেনা রিজিওন সদর দপ্তর ২০৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ দীঘিনালা উপজেলার মেরুং ইউপিতে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ বেঙ্গল বেবি-টাইগার্স।
সোমবার সকাল ১১ টায় উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে “ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের সহযোগিতায় বেতছড়ি আর্মি ক্যাম্পর তত্বাবধানে এ শীতবস্ত্র করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রদান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এফএআরটিসি প্রদান প্রশিক্ষক লে.কর্ণেল এহসানুল হক ভুঁইয়া।
বড়-মেরুং, বেতছড়ি, বাঁচামেরুং ও ছোট মেরুং এলাকা সহ অন্তত ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা কার্বারী এসোসিয়েশন সভাপতি হেমব্রত চাকমা। এসময় তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ প্রশংসনীয় ও সেনাবাহিনীর এ উদ্যোগ কে সাধুবাদ জানান। শীতবস্ত্র নিতে আসা মনিরিকা চাকমা(৪০)বলেন শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়েছি একই কথা বলেন আলী আহম্মেদ(৩৫)।
এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ। জোনের ইনচার্জ মেজর তুহিন রায়হান ও মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী।