পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বান্দরবান বাজারের মনিটরিংয়ে নেমেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাজার মনিটরিং করার সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার (২৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নেতৃত্বে বান্দরবান শহরের কাচাবাজার, মাছের বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হাতের নাগালে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং সরবারহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি আগামীতে ও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম লীনা, রাজিব বিশ্বাস, পৌর মেয়র মো. ইসলাম বেবী, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শহিদুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলাবাহিনীগণ।