দেড় মাস পানিতে ডুবে থাকার পর জেগে উঠেছে রাঙামাটির অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতুটি।
গত বৃহস্পতিবার এটি জেগে উঠে। শুক্রবার সকালে সেতুর পাটাতন পুরোপুরি জেগে উঠায় সেতুটি সংস্কারের পর পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে পর্যটন কর্পোরেশন।
গত ৩ আগস্ট টানা বর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বাড়লে পানিতে ডুবে যায় সেতুটি। দীর্ঘ দেড় মাস পানিতে নিমজ্জিত থাকার পর গত বৃহস্পতিবার এটি জেগে উঠে।
দীর্ঘ দিন ধরে পানিতে ডুবে থাকায় নষ্ট হওয়া সেতুর পাটাতন মেরামত করে শুক্রবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন সেতুটি সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সেতুটি বন্ধ থাকায় প্রতিদিন পর্যটনের ৮ থেকে ১০ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।
১৯৮৪ সালের দিকে পর্যটকদের আকর্ষণ করতে পর্যটন কর্পোরেশন তবলছড়িতে কাপ্তাই হ্রদের মাঝে দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত সেতুটি তৈরী করে।