ভাষার_স্বাধীনতা
কলমে: মশিউর রহমান
মায়ের মুখের ভাষা’র তরে
যাদের আত্মদান
অমর একুশের প্রথম প্রহরে
জানাই সম্মান ৷মিছিলে মিছিলে রাজপথ কাঁপে
কেঁপে উঠে ধরণীর বুক
প্রানের দামে কিনেছি এ ভাষা
এটাই শ্রেষ্ঠ সুখ ৷পৃথিবীর বুকে কত ভাষা আছে
কতজনই জানে তা
কান্না হাসিতে আবেগ ছড়ানো
প্রানের পূর্ণতা ৷তোমরা শিখালে বিশ্ববাসীকে
মাতৃভাষার মূল্য
জীবনের চেয়ে অধিক দামী
ভাষা’ই মাতৃতূল্য ৷ভাষা শহীদের রক্তে ভিজেছে
আমাদের রাজপথ
সেইদিন মনে রচিত হয়েছে
স্বাধীনতার শপথ ৷