মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার দূর্গম ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) হতে ১৫ দিনব্যাপী তনচংগ্যা ভাষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
ভালুকিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ভাষা প্রশিক্ষণ কোর্সে তৃতীয় হতে দশম শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তনচংগ্যা ভাষা শিক্ষা কোর্স এর আহবায়ক জনি তনচংগ্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় মোহন তনচংগ্যা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তনচংগ্যা ভাষা প্রশিক্ষক প্রসন্ন কুমার তনচংগ্যা, অংসুইপ্রু মারমা, পুতুলা চাকমা, উচিংনু মারমা, উবামং মারমা, সন্তোষ বড়ুয়া, সুপন তনচংগ্যা, রুপময় তনচংগ্যা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল তনচংগ্যা।