সৌহার্দ্য ও সম্প্রীতিময় বাসযোগ্য পৃথিবীর প্রত্যাশা এবং ফিলিস্তিনের নির্যাতিত – নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে ১৪৪৬ হিজরি বর্ষবরণ উপলক্ষে বুধবার (১০ জুলাই) রাতে চৌহমুনী মুক্তমঞ্চে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব মাওলানা এম এ মোস্থফা হেজাজী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সি-সহ সভাপতি মোঃ আলী হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মোঃ নিজাম উদ্দীন বাবু, প্যানেল মেয়র ত্রিদিব দাশ সহ আরও অনেকেই।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ কাউছার উদ্দিন নুরী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি মাওলানা মোহাম্মদ আবু হানিফ নাঈমী, বাঘাইছড়ি গাউছিয়া কমিটির সভাপতি হাজী আব্দুল শুক্কুর মিয়া, কাচালং দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওমর ফারুক, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ বশির উদ্দিন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আহমদ বিন হাবিব।
হামদ, নাত, গজল, দেশত্ববোধক সঙ্গীত পরিবেশনায় ছিলেন বাঘাইছড়ি ইসলামী সাংস্কৃতিক শিল্পীবৃন্দ।