রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলার এক সপ্তাহ পর ধ্বংস স্তুপ পরিদর্শন করলেন দলীয় নেতাকর্মীরা। ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে শিক্ষার্থী, জনতা, জেলা বিএনপি, জামায়াত-শিবিরসহ বিভিন্ন দলের স্থানীয় নেতাকর্মী রাজপথে মিছিল বের করে বিজয় উল্লাস করে। এ সময় বিএনপি ও জামায়াত-শিবিরের মিছিল থেকে দুবৃর্ত্তরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় ধ্বংস স্তুপে পরিণত হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকলে ঘটনার এক সপ্তাহ পর সোমবার বিকালে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের ধ্বংস স্তুপ পরিদর্শনে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রম্ন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, সম্পাদকমন্ডলী সদস্য বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়াসহ অন্য নেতারা।
এ সময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধৈর্য্য সহকারে পরিস্থিতি মোকাবিলার আহবান জানিয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জেলা আওয়ামী লীগে নেতা অংসুইপ্র চৌধুরী বলেন, আমাদের নেত্রী বেঁচে আছেন, সুস্থ আছেন। তিনি যাতে সব সময় সুস্থ ও নিরাপদে থাকতে পারেন সেজন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। হতাশার কিছুই নেই। দলের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো কর্মসূচি হাতে নেওয়া যাবে না। নেতাকর্মী সবাইকে যার যার অবস্থানে শান্ত হয়ে থাকতে হবে। দলের সবাইকে শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং জনগণের নিরাপত্তায় সতর্কতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।