আজ ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণে’র বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ উপলক্ষ্যে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই (সঃ) এবং এএসআই (সঃ) হতে এসআই (সঃ) পদে পদোন্নতি পরীক্ষার সাক্ষাৎকার এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরিক্ষা এবং মূল্যায়ন বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।
এসময় পুলিশ সুপার মহোদয় পরিক্ষায় অংশগ্রহণকৃত পরিক্ষার্থীদের প্যারেড, টার্ন আউট, ড্রিলের কমান্ড এবং সাক্ষাৎকার নেন। পরে তিনি পরিক্ষা বোর্ডের সদস্যদের নিয়ে বিধি মোতাবেক পরিক্ষার্থীদের মূল্যায়ন করেন।
এসময় পরিক্ষা বোর্ডের সদস্য হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) জনাব সোয়েব আহমেদ খান, রাঙ্গামাটি জেলা পুলিশের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) জনাব শাহ আলম উপস্থিত ছিলেন।