রাঙামাটি রিজার্ভ বাজার শাখার মধুবন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মধুবন অভিজাত মিষ্টি বিপণী রিজার্ভ বাজার শাখার শুভ উদ্বোধন করেন মধুবন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান নুরুল আবছার, পরিচালকবৃন্দ নুরুল হক ও নুরুল আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীগণ।
রিজার্ভ বাজার এলাকার পুরাতন ব্যবসায়ি তাহের সওদাগর এক নামে পরিচিত। সেই সুবাদে মধুবন রিজার্ভ বাজার শাখার নাম তাহের ডিপার্টমেন্টাল স্টোর দেওয়া হয়েছে। তবে মধুবন শাখা পরিচালনায় থাকবেন তাহের ডিপার্টন্টোল ষ্টোরের সত্ত্বাধিকারী মোঃ আমান ও তারেক।

এসময় মধুবন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান নুরুল আবছার বলেন, রাঙামাটি জেলা শহরে আমাদের একটি শাখা ছিল বনরুপা বাজারে এখন দ্বিতীয় শাখা রিজার্ভ বাজারে। মধুবন সৎ ও আদর্শ এবং গুনগত মান নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছে। গুনগতমানে ও স্বাদে অনন্য একটি অভিজাত পণ্য মধুবনের। আমরা গুনে ও মানে এগিয়ে আছি। মানুষ ভালো কিছু খেতে চায়। মানুষ গুনগত মানে বিশ্বাসী। আমরা আপনাদের সহযোগিতা চাই।
তাহের ডিপার্টমেন্টাল ষ্টোরের সত্ত্বাধিকারী আমান বলেন, রিজার্ভ বাজার বিশাল এলাকায় উন্নত, মানসম্পন্ন ও ভালো একটি মিষ্টি বিপণী নাই। সে দিক চিন্তা ভাবনা করে সকলের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এই সেবাটুকু দিতেই বিজার্ভ বাজারে মধুবনের শুভযাত্রা। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।


















