রাঙামাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়। রবিবার সকালে রাঙামাটি জেলা শহরের সদরের বনরুপাস্থ ফরেষ্ট কলোনী এলাকা মোজাদ্দে-দ-ই আল ফেসানী বিদ্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, রাঙামাটি জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল আলিম, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ শাফি নাগরিক মোজাদ্দে-দ-ই আল ফেসানীর প্রধান শিক্ষক নুরুল করিম, রাঙামাটি বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ কামাল উদ্দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ তাহসিন আলম ওয়াহিদ, মোঃ ওয়াহিদুজ্জামান রোমান, আফিয়া আক্তার, সাইদিয়া আক্তার, মোহাম্মদ চাউবানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী বলেন, রক্তদান করা একটি মহৎ কাজ। আর রক্ত প্রদানের প্রথম ধাপ রক্তের গ্রুপ নির্ণয় করা। এই মহৎ কাজটি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্রদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আগামীতে ছাত্ররাই এ দেশ পরিচালনা করবে। এধরনের কাজে সদর জোন সর্বদা সার্বিক সহযোগিতা করবে।
মেডিকেল ক্যাম্প সূত্রে জানা যায়, প্রায় ১শ’জন শিক্ষার্থীর মধ্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং ৫০জন রোগীর ফ্রি চিকিৎসাপত্র ও ওষধ দেওয়া হয়। এসময় রোগী দেখেন রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষানবীশ ডাঃ আনিসুর রহমান এবং ডাঃ আমিনুর রহমান পবন।