বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পার্বত্য জেলা এবং গণঅধিকার পরিষদের সহযোগিতায় রাঙামাটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ।
শুক্রবার (১৪ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার গণঅধিকার পরিষদের সমন্বয়ক বিপিন ষ্যোতি চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাবিব আজম, পিসিসিপি উপদেষ্টা কামাল উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি হোসাইন মল্লিক, রেড জুলাই টিমের আহ্বায়ক তানেম ইবনে আলম, সদস্য সচিব রাইহান শুভ, ইমাম হোসাইন ইমু, আল-আমীন, কাজি তাহিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা শাখার আহ্বায়ক ওয়াহিদুজ্জামান রোমানের সভাপতিত্বে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে।