“আমরা সুস্থ থাকবো, পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, ডিজিটাল প্রজন্ম তৈরী করবো” – এই মূল বার্তাকে সামনে রেখে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর উদ্যোগে ” আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ ( OLHF) প্রকল্পের আওতায় বুধবার(১১ অক্টোবর) কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ৩০ টি কিশোরী ক্লাবে মোমবাতি প্রজ্বলন, কিশোরীদের দাবি সংবলিত পোস্টার প্রদর্শনী এবং ধারনা পত্র নিয়ে আলোচনা করা হয়।
এসময় প্রত্যেক কিশোরী ক্লাবের মেন্টররা উপস্থিত থেকে এই অনুষ্ঠান পরিচালনা করেন।
হিল ফ্লাওয়ার এর প্রকল্প সমন্বয়কারী হিলারী ত্রিপুরা বলেন, আজকে এই দিনে ‘প্রতিটি কণ্যাশিশুর জন্য নিরাপদ হউক এই পৃথিবী’, ‘বাল্য বিবাহ রোধ করি, কন্যাশিশুর ভবিষ্যৎ গড়ি’, জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধ হউক, নির্যাতনকারীর শাস্তি হউক” প্রভৃতি স্লোগান এবং দাবিতে কন্যাশিশুরা পাড়াকেন্দ্রে নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছেন।
বিশ্বজুড়ে জাতিসংঘ রাষ্ট্রসমূহ প্রতিবছর ১১ অক্টোবর তারিখে পালন করে দিবসটি। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম এই দিবস পালন করা হয়েছিল। লিঙ্গ বৈষম্য দূর করা এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।