ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি।
বাঘাইছড়ি হিল স্পোর্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার সকালে তাকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা পরে বাঘাইছড়ি উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে চলমান কাজ পরিদর্শন, নির্মিত প্রকল্প ও ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন নিখিল কুমার চাকমা।
পরে উপজেলার বৈদ্য কলোনী থেকে বড়াদম পাড়া হয়ে রেছখোলা চাকমার বাড়ি পর্যন্ত ৪ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ, ৩০ লাখ টাকা ব্যায়ে মডেল টাউন শ্রী শ্রী লোকনাথ মন্দিরের অনাথ আশ্রম ভবন, ৩০ লাখ টাকার প্রকল্পে বাঘাইছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স এর পুকুরের সিড়ি নির্মাণ এর বিত্তি স্থাপন, ৩০ লাখ টাকা ব্যায়ে কাচালং শিশু সদন ছাত্রী নির্বাসের ভিত্তি স্থাপন করেন।
পরে মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারে এক ধর্মীয় সভায় অংশ গ্রহন করেন নিখিল কুমার। এ সময় তিনি বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া ৪০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার মেগা প্রকল্পের আওতায় ৪০ হাজার সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সেনাবাহিনীর মেশিনারিজ টুলস এসব সোলার প্যানেল সরবরাহ করবে। খুব শিগগির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রকল্প বাস্তবায়ন করবে।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রিয় নন্দ চাকমা, উপজেলা আওয়ামীগের সহ সভাপতি দানবীর চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিব চাকমা উপস্থিত ছিলেন।