রাঙামাটির কাপ্তাই থানার নতুন ওসি হিসাবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নি:) মোহাম্মদ কায় কিসলু। তিনি গত ১০ আগস্ট কাপ্তাই থানায় যোগদান করেন। এর আগে তিনি একই জেলাধীন বরকল থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি মোহাম্মদ কায় কিসলু এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।