রাঙামাটি সদর উপজেলার ৬নং বালুখালী ইউনিয়নে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শনিবার) তপোবন অরণ্য কুটিরে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক, রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক জেলা যুগ্ন জজ দীপেন দেওয়ান।
দীপেন দেওয়ান বলেন, প্রতিটি মানুষ তার নিজ নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজন। ধর্ম মানুষকে ভাবনা গভীরভাবে সচেতন করে। ধর্মকে লালন করলে আত্মশুদ্ধির মাধ্যমে উন্নতি লাভ করা যায়। ধর্মের মাধমে সাধনা ধর্মকে এগিয়ে নেওয়া সম্ভব।
এসময় উপস্থিত ছিলেন ২৯৯ নং সংসদীয় আসনের ৮ম জাতীয় নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা সহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।