খাগড়াছড়ির মহালছড়িতে ঐতিহ্যবাহী রাস মহোৎসবের ৫০ তম বর্ষপূর্তির সমাপনী দিনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তারা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত রাস মহোৎসবের মণ্ডপ পরিদর্শন করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ নুরুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ হেলাল উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ মহালছড়ির ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “মহালছড়ি এমন একটি এলাকা যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে উৎসব পালন করে। এই ঐতিহ্য আমাদের সম্প্রীতির প্রতীক।”
এ সময় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
উল্লেখ্য, মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের রাস মহোৎসব এবার সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করেছে, যা অর্ধশতাব্দী ধরে পার্বত্য অঞ্চলের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতাদের এমন অংশগ্রহণ মহালছড়ির ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।


















