রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা ও সংশিষ্ট দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত “G2P ” পদ্ধতিতে ভাতা প্রদান কর্মসূচী সফল বাস্তবায়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০:৩০ মিনিটে সমাজ সেবা – এর আয়োজনে উপজেলা মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ( অঃদাঃ) মোঃ নাজমুল হাসান, এস আই(নিঃ) সিরাজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মিজানুল হক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী সিয়ামা পাংখোয়াসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা।
জানা গেছে, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে পল্লী সমাজসেবা, পল্লী মাতৃকেন্দ্র,দগ্ধও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর বিশেষ ভাতা, দিয়ে থাকে। এছাড়াও ক্যান্সার, কিডনী,লিভার শিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজ্ থ্যালাসামিয়া রোগীদের এককালীন চিকিৎসা সহায়তা প্রদানসহ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে অসহায় দুঃস্থ রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়ে থাকে।
G2P পদ্ধতি মানে সরকার থেকে ব্যক্তির একাউন্টে সরাসরি। যা অনলাইন ভিত্তিক এবং একটি G2P পদ্ধতি।


















