রাঙামাটির কাপ্তাই থানায় বসেছে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক। এখন থেকে থানায় আসলে খুব দ্রুত সেবা পাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা।
রবিবার (১০ এপ্রিল) সকালে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে কাপ্তাই থানার এই ডেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি গৃহহীন পরিবারের জন্য নবনির্মিত গৃহও হস্তান্তর করা হয়।
এসময় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব। অনুষ্ঠানের অংশ নেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক বিপুল পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবির হোসেনসহ থানায় কর্মরত অফিসার ও ফোর্স, বিভিন্ন জনপ্রতিনিধি ও সেবাগৃহিতারা।