রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী এলাকায় পাওনা টাকা নিয়ে সালিশে কথা কাটাকাটির জেরে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহত ব্যাক্তির নাম চিক্কো চাকমা (৩৪) ।
শুক্রবার বিকালে এ ঘটনা ঘটেছে। আহত চিক্কো চাকমাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে প্ররেণ করেছে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের ডাক্তার।
খেদারমারা ইউনিয়নের চেয়ারম্যান বিল্টু চাকমা মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন আমি সালিশে ছিলাম না সুনেছি ৫০ হাজার টাকা লেনদেন নিয়ে এলাকার কারবারি বিশ্বপ্রিয় চাকমার কাছে শান্তি বিকাশ চাকমা নামে স্থানীয় একজন একটি লিখিত অভিযোগ করে। বিশ্ব প্রিয় চাকমা অভিযোগ পত্রটি এলাকার মেম্বার রুপেল বিকাশ চাকমার কাছে হস্তান্তর করে। এ অভিযোগের ভিত্তিতে ২২ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে তিন টায় সালিশ ডাকে রুপেল বিকাশ চাকমা এ টুকু শুনেছি।
স্থানীয় সন্তু বিকাশ চাকমা নামে এক যুবক জানান সালিশে জনসংহতি সমিতি সমর্থিত যুব সমিতির ৯ সদস্য উপস্থিতও ছিলেন। সালিশ চলাকালীন কথা-কাটাকাটির জেরে বাদি শান্তি বিকাশ চাকমাও মেম্বার রুপেল বিকাশ চাকমা সহ কমিটির সবাই মিলে চিক্কো চাকমাকে মারধর করে। এছাড়াও ঘটনার সময় উপস্থিত রিপন চাকমা নামে একজন বলেন সবাই মিলে অমানুষিক নির্যাতন চালিয়েছে চিক্কো চাকমার উপর পরে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে জরুরী ভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। কিন্তু ঘন ঘন রক্ত বমি করায় খাগড়াছড়ি হাসপাতালের ডাক্তার চিক্কো চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে।
অভিযুক্ত মেম্বার রুপেল বিকাশ চাকমা মোবাইল ফোনে নিজে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন বাদি বিবাদী আপন মামা বাগিনা মুলত সুদের ১ লক্ষ ৫৫ টাকা নিয়ে মারামারির সূত্রপাত। সালিশে দুজনের কথা-কাটাকাটি ও ৫৫ হাজার টাকা পরিশোধের বিষয়টি অস্বীকার করা নিয়ে নিজেরাই মারামারিতে লিপ্ত হয় এখানে আমার কোন হাত নেই।
রোগীর সাথে থাকা সিন্ধু বিকাশ চাকমা বলেন এখনো চিক্কো চাকমার জ্ঞান ফেরেনি তার জীবন সংকটাপন্ন । এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ দিতে পারিনি, পরে সুবিধাজনক সময়ে চিহ্নিত অপরাধীদের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হবে।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান বলেন বিষয়টি আমরা নজর রাখছি অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।