রাঙামাটি শহরের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বনরুপাস্থ ব্রাদার্স টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর তৌশি জুয়েলার্স স্বর্ণালয় কারখানা থেকে স্বর্ণ ও মোবালই চুরি করে নিয়ে যাওয়ার সময় দোকান মালিক প্রভাষ ধর হাতে নাতে চোরকে ধরে ফেলে।
শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।পরে দোকান মালিকসহ অন্যান্য ব্যবসায়িরা চোরকে আটকে রেখে থানায় খবর দেন।খবর পেয়ে পুলিশ এসে মালিক ও ব্যবসায়িদের সাক্ষ্য প্রমানের ভিত্তিতে চোরের কাছে স্বর্ণ ও মোবাইল পাওয়া গেছে। চোরের নাম মোঃ শাহেদুল বেপারি (৩৫)।
ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান মালিক প্রভাষ ধর দুপুরে খাওয়া-দাওয়া করতে তার বাসায় যান।এ সুযোগে চোর তালা ভেঙ্গে স্বর্ণের দোকানে ঢুকে প্রায় ৪ভরি স্বর্ণ ও একটি দামী মোবাইল ফোন নিয়ে দোকান থেকে বের হওয়ার সময় দোকান মালিক চোরকে হাতে নাতে ধরে ফেলে। এখবর পেয়ে পাশবর্তী ব্যবসায়িরা এসে জড়ো হয়। পরে পুলিশ এসে চোরকে থানায় নিয়ে যায়।
স্বর্ণের দোকান মালিক প্রভাষ ধর বলেন,মজার বিষয় হলো প্রতিদিন দুপুরের খাওয়া-দাওয়া শেষে আমি একটু রেষ্ট নেই। কিন্তু আজ আর রেষ্ট নেইনি। খাওয়া দাওয়া সেরে দ্রæত দোকানে চলে আসি। আমি দোকানের দরজায় হাজির এসময় চোরও দোকান থেকে রেব হচ্ছে।তখন চোরকে আমি হাতে-নাতে ধরে ফেলি। পরে পাশবর্তী ব্যবসায়িরা চলে আসে।একটু পরেই সবার পরামর্শক্রমে থানায় ফোন করে বিষয়টি অবগত করলে পুলিশ আসে। সবার কাছ থেকে বিষয়টি শুনার পর চোরকে থানায় নিয়ে যাওয়া হয়।তবে চোরের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ইসলামপুর বলে জানা গেছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন,বনরুপায় একজন চোর ধরা হয়েছে শুনে কিলো ডিউটি গাড়ি ঘটনাস্থলে পৌছে দেখে একজন স্বর্ণ চোর ধরেছে দোকান মালিক ও ব্যবসায়িরা।চোরের নাম মোঃ শাহেদুল বেপারি (৩৫)। বাড়ি শহরের রির্জাভ বাজার ইসলামপুর। তার নামে আগের একটি মাদক মামলা রয়েছে।তার বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হবে এবং শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।