রাঙামাটিতে বিষপানে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম রিনা চাকমা। শুক্রবার রাতে শহরের চম্পকনগর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ঘটনাটি প্রেমঘটিত বলে ধারণা স্থানীয়দের।
জানা যায়, রিনা রাঙামাটি শহরের চম্পকনগর এলাকায় একটি বিল্ডিংয়ের নিচতলার কক্ষে ভাড়ায় থেকে কলেজে পড়ালেখা করত। শুক্রবার তার বান্ধবী বৈশাখী চাকমাকে সেখানে ডেকে নিয়ে যায় রিনা। বৈশাখী শহরের চক্রপাড়ায় থাকে। এরপর রাত ১১টার দিকে দুজনেই আত্মহত্যার জন্য কীটনাশক ওষুধ পান করলে তাদের গোঙানি শব্দে বিল্ডিংয়ের অন্যান্যরা দৌঁড়ে গিয়ে দেখতে পান মেয়ে দুটি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। তাৎক্ষণিক দুজনকে উদ্ধার করে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান স্থানীয়রা। তবে তখন মেয়ে দুজনের কারও অভিভাবক ছিলেন না। পরে অবস্থার চরম অবনতি হলে শনিবার দুপুরে প্রথমে রিনা চাকমাকে চট্টগ্রাম পাঠানো হলে পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান।
তিনি জানান, পরে বৈশাখী চাকমার অবস্থার অবনতি হলে এদিন বিকালে তাকেও চট্টগ্রাম পাঠানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। রিনা চাকমা জেলার বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার মেয়ে এবং বৈশাখী চাকমা বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ^র চাকমার মেয়ে বলে জানা গেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানা না গেলেও এটি প্রেমঘটিত হতে পারে বলে জানান স্থানীয়রা।
তবে এ ঘটনায় এখনো তাকে কিছুই জানানো হয়নি বলে জানিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।