বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

বৈসাবির ৫ দিনের উৎসব রাঙামাটি জেলা পরিষদের

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
মার্চ ৩১, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

বৈসুক, বৈসু, সাংগ্রাই, বিজু, বিষু, বিহু (বৈসাবি)  ২০২২ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠামালার ঘোষণা করেছে রাঙামাটি জেলা পরিষদ। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা, ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের হস্তশিল্প মেলা, নাটক প্রদর্শনী, রাঙামাটিতে বসবাসরত সকল আদিবাসী জাতিগোষ্ঠীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। রাঙামাটি শহেরর ভেদভেদিতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের এ অনুষ্ঠান করা হবে। আগামী ৪ এপ্রিল বিকাল ৪ টায় এ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ কর্তৃপক্ষ। সভায় বলা হয় আগামী ৪ এপ্রিল বিকাল ৪ টায়  রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ হতে  ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ পর্যন্ত  র‌্যালী বের করা হবে। এরপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। এ ছাড়াও প্রতিদিন অনুষ্ঠান থাকবে। এ আয়োজন শেষ হবে ৮ এপ্রিল।

সভার সভাপতিত্ব করেন জেলা  পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।  সভায়  জেলা পরিষদের সদস্যবৃন্দ সবির কুমার চাকমা, বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, আব্দুর রহিম,দিপ্তীময় তালুকদার,প্রিয়নন্দ চাকমা, অংসুই ছাইন চৌধুরী, নিউচিং মরিমা,  ইলিপন চাকমা, ঝর্না খীসা,  আছমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ এর পরিচালক রণেল চাকমাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ