রবিবার , ২৮ আগস্ট ২০২২ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে সমাবেশ করে নাই কোন পক্ষ, পরিস্থিতি স্বাভাবিক, পুলিশ এর কঠোর অবস্থান 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৮, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলা সদরে রবিবার ( ২৮ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), কাপ্তাই উপজেলা শাখা এবং কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগ ও উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ একই জায়গায় সমাবেশ ডাকাকে কেন্দ্র করে অপ্রীতিকর অবস্থা এড়াতে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে গত শনিবার রাতে ১৪৪ ধারা জারি করা হয়।

শনিবার(২৭ আগস্ট) রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করেন।

এদিকে রবিবার সকাল হতে কাপ্তাই উপজেলা সদরে এসে দেখা যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীরা সমাবেশ করেন নাই। একইসাথে বিএনপির কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায় নাই। এই সময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যদের উপজেলা সদর সহ এর আশেপাশে এলাকায় সরব উপস্থিতি দেখা যায়।

এইসময় ওসি গণমাধ্যমকে জানান, বিএনপি এবং ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহবান করায় আইন শৃঙ্খলা চরম অবনতি হবার আশঙ্কা থাকায় জনগণের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা স্বার্থে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ১৪৪ ধারা জারি করে। কেউ যদি আইন শৃঙ্খলা অবনতি, নাশকতা বা ফৌজদারী অপরাধ করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এইসময় কাপ্তাই উপজেলা ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মুনতাসির জাহান সাংবাদিকদের জানান, আজ( রবিবার) দুইটি বৃহত্তর দলের একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং জনমনে আতঙ্ক দূর করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ফৌজদারি কার্যবিধীর ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জরুরী অবস্থা ঘোষণা করেছে।

এদিকে রবিবার সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমদ ও সাধারন সম্পাদক ইয়াসিন মামুন জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কাপ্তাইয়ের বড়ইছড়ি সদরে রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। যেটি কাপ্তাই উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছিলো। কিন্তু উক্ত গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত, বানচাল ও নসাৎ করার হীন চক্রান্তের অংশ হিসেবে একই স্থানে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোশ প্রণোদিতভাবে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। যার প্রেক্ষিতে কাপ্তাই উপজেলা প্রশাসন আজ বড়ইছড়ি সদরে ১৪৪ ধারা জারি করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের গণতান্ত্রিক অধিকার হরণের আন্দোলনে বাধা সৃষ্টি করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম নুর উদ্দিন সুমন রবিবার সকালে উপজেলা সদরে গণমাধ্যমকে জানান, যেহেতু আগস্ট মাস শোকের মাস। এই মাসে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে রবিবার উপজেলা সদর ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মূল হুতা তারেক জিয়ার ফাঁসির দাবিতে আমরা পূর্বে বিক্ষোভ কর্মসূচীর ডাক দিই। কিন্তু একই জায়গায় একই দিনে বিএনপি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে সমাবেশ করছি না।

এইসময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ ও ওয়াগ্গা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি জুবায়েদ হোসেন জাবেদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার সকালে সমাবেশের ডাক দেয়। অপরদিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দ একই দিন তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করার ঘোষণা দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: