রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার বাসিন্দা ও সাবেক উপজেলা আনসার ভিডিপির কোম্পানি কমান্ডার, সফল সবুজ হর্টি কালচার নার্সারীর মালিক বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আবদুল আউয়াল হোসেন কে সংবর্ধনা দিয়েছেন উপজেলা প্রশাসন ।
আজ (৩০ শে অক্টোবর) রোববার মাসিক সমন্বয় সভায় উপজেলা কৃষি বিভাগের উদ্যাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আব্দুল আউয়াল হোসেন কে সংবর্ধনা দিয়েছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা ও নির্বাহী অফিসার( ইউ এন ও) শান্তনু কুমার দাশ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইলাঅং মারমা, ওসি জাকির হোসেন, কৃষি অফিসার মাহবুব আলম রনি, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ।বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্ত আবদুল আউয়াল হোসেন
গত তিন অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পুরস্কার তার হাতে তুলে দেন । বঙ্গবন্ধু কৃষি পুরস্কার ট্রাস্টি বোর্ড সেরা সফল নার্সারী নির্বাচিত করে মোঃ আউয়াল হোসেন ব্রোন্জ পদক নগদ ২৫ হাজার টাকা ও সনদ গ্ৰহন করেন।