রবিবার (৩০ এপ্রিল) হতে শুরু হওয়া এসএসসি ও সমমান এর পরীক্ষায় এবছর রাঙামাটির কাপ্তাই উপজেলা হতে সর্বমোট ১ হাজার ১ শত ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
তিনি জানান, কাপ্তাইয়ের ৩টি কেন্দ্রে ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থী এসএসসিতে অংশ নিচ্ছেন এবং ১টি কেন্দ্রে ২টি মাদ্রাসার ১শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তৎমধ্যে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৫২ জন,বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে ৩ শত ৩৭জন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪শত ৬৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এছাড়া কাপ্তাই আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১শত ৩০ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, প্রথমদিনে সর্বমোট ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। তৎমধ্যে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ৬ জন, এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে রবিবার সকালে কাপ্তাইয়ের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খল পরিবেশে চলমান এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয় নির্দেশিত নির্দেশনা সমুহ মেনে যাতে পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়, সেই জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।