বাঘাইছড়িতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নাছের হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য মন্ত্রনালয় সন্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার।
এ সময় তিনি বিএনপি-জামাত কতৃক সমাবেশের নামে জ্বালাও-পোড়াও-সন্ত্রাসী কর্মকান্ডে দেশে নৈরাজ্য সৃষ্টির তীব্র সমালোচনা করেন এবং তাদের এসব নৈরাজ্য-অপকর্মের প্রতিবাদে আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র সহ বর্তমান সরকারের বিপক্ষে মিথ্যা- বানোয়াট কথা বলে বিদেশীদের দৃষ্টি আকর্ষনের চেষ্টায় উদ্মাদ হয়ে গেছে। তারা আওয়ামীলীগকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধ্বংস করার প্রচেষ্টায় পাগলের মত প্রলাপ বকছে।
তাই আমরা আওয়ামী পরিবারের দায়িত্ব -কর্তব্য হচ্ছে, বিএনপি-জামাতের এসব অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করে মাননীয় শেখ হাসিনাকে রাঙ্গামাটি ২৯৯নং আসন উপহার দিতে হবে।
অন্যান্য বক্তারা সকলে পার্বত্য চট্টগ্ৰামের সার্বিক উন্নয়নে প্রধান ভূমিকা পালনকারী, অসহায় মানুষের প্রিয় অনৃতম বন্ধু ও পাহাড়ী- বাঙ্গালী সম্প্রিতির প্রতিক, জননেতা দিপংকর তালুকদার কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করে রাঙামাটির ২৯৯ নং আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান সহ
বিশেষ অতিথিরা ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বৃষ কেতু চাকমা, সহ-সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অভয় চাকমা সহ স্হানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।


















