জেলার প্রত্যন্ত দুর্গম রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা, মতবিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলার ইসলামপুর ও সদর উপজেলা, বাঙ্গালহালিয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়নে উৎসব মূখর পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উপজেলার অনেক দুর্গম এলাকা গ্রাম ছিলো যা উন্নয়নের কারনে যোগাযোগ, কৃষি পন্য, স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সব উন্নয়ন সম্ভব হয়েছে চুক্তি বাস্তবায়নের জন্য। তাই এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
দীপংকর তালুকদার আরো বলেন, নির্বাচনে অংশ নেয়া বাকি দুই প্রার্থীকে দুর্বল ভাবার কোন কারন নাই। তাই ৭ জানুয়ারি সবাই ভোট কেন্দ্রে গিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেয়ার আবারো আহ্বান জানান তিনি।
এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য্যকরি কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সাবেক মহিলা আসনের সাংসদ ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম, বিলাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান জয় সেন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।