কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিডব্লিউবি’ র(ভালনারেবল উইমেন বেনিফিট) এর চাল বিতরণ করা হয়েছে।
এসময় ১শত ৮০ হত দরিদ্র মহিলার মাঝে জন প্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম উপস্থিত থেকে মার্চ মাসের এই চাল হত দরিদ্রদের হাতে তুলে দেন। এসময় ইউপি সদস্য অমল কান্তি দে সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা বলেন, ইতি পূর্বে কাপ্তাই উপজেলার ৪ টি ইউনিয়নে ভিডব্লিউবি এর চাল বিতরণ করা হয়েছে।