তৃণমুল পর্যায়ে নারী ক্ষমতায়ন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পাহাড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবে জনজীবনে বিপর্যয় বয়ে আনছে। পাশাপাশি মানবাধিকার লংঘনের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
সম্প্রতি যোগ হয়েছে চীনে পাহাড়ি নারী পাচার। এ নারী পাচারের মধ্যে দিয়ে পাহাড়ি নারীদের জীবন হুমকির মুখে পড়ছে। কিন্তু এ পাচার রোধে স্থানীয় জনপ্রতিনিধি প্রথাগত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সোচ্ছার নয়। তারা দায়ছাড়া ভাব নিয়ে আছে। এটি রোধ না করলে ভবিষ্যতে পাহাড়ের ক্ষুদ্রজাতি গোষ্ঠী সংকটের মুখে পড়বে।
আলোচনা সভার আগে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ম্যানেজার বিপ্লব চাকমা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ, কে, এম, ফজলুল হক, আশিকার কর্মকর্তা ডা. ঝুমালিয়া চাকমা, এড কক্সি তালুকদার, মানবাধিকার কর্মী নুকু চাকমা।