রাঙামাটি জেলার বিলাইছড়িতে “আস্থা” প্রকল্পের উপজেলায় পর্যায়ে ত্রৈ-মাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট -এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ হলরুম এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ১ নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিভিক প্লাটফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা, আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট রাজর্ষী চাকমা ও ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা(আকাশ) এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা।
লক্ষ্যমাত্রা অর্জন এবং যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে। তাই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন, কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প। উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্লাটফর্ম গঠন করা হলে ৩ মাস পরপর উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়।প্রসঙ্গত:- সুইস এম্বেসি বাংলাদেশ -এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙামাটি জেলার ১০টি উপজেলা বাস্তবায় করা হয়।