খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ(১৫ জানুয়ারী) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা প্রশাসনের নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ ।
এসময় অভিযান পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় বাজার ব্যবসায়ী মোঃ বোরহান উদ্দীন , নিশান চাকমা, তাজুল ইসলাম তিন জন‘কে ১৫ হাজার টাকা ও জিয়া উদ্দীন কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৩ ধারায় ৪ জন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। তিনি আরো জানান, ভবিষ্যৎতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।