রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন এর বাঘাইহাট বাজারে ইউপিডিএফ (মূল) দল কর্তৃক স্থানীয় জীপ মালিক সমিতির বাঙ্গালী সদস্যদের উপর জুলুম ও অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
আজ সোমবার (১৯ মে) বিকালে সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বাঘাইহাট জীপ মালিক সমিতির আয়োজনে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।
বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা বলেন, সাজেক এলাকায় পূর্বে এমন পরিস্থিতি কখনোই ছিলো না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির সুযোগে ইউপিডিএফ(মূল) দলের সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্ধারিত চাঁদার টাকা না দিতে পারলে তারা নানাভাবে স্থানীয় বাঙ্গালী জনসাধারণ এর ওপর জুলুম অত্যাচার চালায়। তাদের কাছে সাধারণ নিরীহ মানুষ নিরাপদ নয়। এসময় বক্তারা ইউপিডিএফ (মূল) দলের চাঁদাবাজ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
তারা আরও বলেন, গত ১৭ মে হতে অদ্যাবধি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড এর রেতকাবা নামক এলাকায় বাঘাইহাট জীপ মালিক সমিতির একটি চাঁদের গাড়ী ইউপিডিএফ(মূল) দলের সদস্যরা চার দিন জাবত চাঁদের গাড়ি আটকিয়ে রেখেছে চাঁদা না দেওয়ার কারণে আটক করে রাখে এবং পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়াও ইউপিডিএফ (মূল) দল কর্তৃক সাজেক এলাকায় বাঙ্গালী মালিক ও চালকদের গাড়ী চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেকারণে, জীপ মালিক সমিতির সাথে সংশ্লিষ্ট স্থানীয় বাঙ্গালী জনসাধারণের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে, ফলে তারা চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। এ জন্য রাগে খোঁপে সাধারণ জনগণ এবং জীব মালিক সমিতি লেবার সকলে একাত্মতা প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে সকল ধরনের প্রশাসনের সহযোগিতা কামনা করছে সাজেক ক্ষতি গ্রস্ত এলাকাবাসী।