আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাঙামাটি পার্বত্য জেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) মহোদয়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাবা জোবাইদা আক্তার মহোদয়ার সঞ্চালনায় মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অংশগ্রহণ করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভায় পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে রাঙামাটি জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এসময় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার, সাংবাদিক বৃন্দাগণ উপস্থিত ছিলেন।