কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে কক্সবাজার শহরতলী থেকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
২৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি জুলাই আন্দোলন পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালনকালেও গ্রেফতার হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হন। পরে সংঘটিত খুনের ঘটনায় তাকে আসামি করা হলে দীর্ঘ আত্মগোপনে থাকার পর আটক হলেন।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুপুরের দিকে অভিযান পরিচালনাকারী দল তাকে আটকের বিষয়টি অবগত করেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জুলাই অদ্ভুত্থান মামলা ও তার প্রতিবেশী চাঞ্চল্যকর হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ ভিসিআর কালু হত্যা মামলা রয়েছে।


















