বৃহস্পতিবার , ৩০ জুন ২০২২ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের প্রশিক্ষণের কুচকাওয়াজ ও সনদপত্র প্রদান 

প্রতিবেদক
মোঃ ওমর ফারুক, কাউখালী, রাঙামাটি
জুন ৩০, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল ( পিএস টিএস) এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) ১৩ তম ব্যাচের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পিএসটিএস মাঠে এক কুচকাওয়াজ ও সনদ পত্র প্রদান অনুষ্টান সম্পন্ন করা হয়।

টিআরসিদের প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে পিএসটিএস মাঠে এক প্রশিক্ষন সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক, এন্টি টেররিজম ইউনিট ঢাকা মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বেতবুনিয়া পিএসটিএস কমান্ডান্ট ( পুলিশ সুপার) আমিনুল ইসলাম।

কুচকাওয়াজ শেষে পিএসটিএস নিজস্ব মিলনায়তনে ১৩ তম ব্যাচ টিআরসিদের ৬ মাস মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে সনদপত্র প্রদান উপলক্ষে এক আলোচনা সভা পিএসটিএস কমান্ডেন্ট ( পুলিশ সুপার) আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুস্টিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক, এন্টিটেররিজম ইউনিট ঢাকা মোঃ কামরুল আহসান বিপিএম ( বার)। এসময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার ( এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদাছছের হোসেন, রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার ( কাপ্তাই সার্কেল) রওশন আরা রব, পিএসটিএস সহকারী পুলিশ সুপার ( ট্রেনিং) গোলাম রহমান, রাঙামাটি রিজার্ভ বাজার ১ এপিবিএন ( অস্থায়ী ক্যাম্প) সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ টিআরসিদের অভিভাবক, আত্মীয় স্বজনরা।

টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্যারেট কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন পিএসটিএস সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন। পরে আলোচনা সভা শেষে অনুষ্টানের প্রধান অতিথি টিআরসিদের প্রশিক্ষণ সমাপন সনদপত্র তাদের হাতে তুলে দেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: