সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ‘মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড-২৩’ পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা’র পুনাক সভানেত্রী জনাব রেহেনা ফেরদৌসি।
২১ জুলাই বিকালে ঢাকা’য় বিজয়নগর আয়োজিত হোটেল ৭১, মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২৩ সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক ও মানব সেবামূলক কাজের স্বকৃতি স্বরুপ “মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২৩ পদে ভূষিত করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি এস.এম মুজিবুর রহমান।
উল্লেখ যে, পুনাক সভানেত্রী খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদানের পর হতে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, পথ শিশু ও এতিমখানায় খাবার বিতরণ, শীত-বস্ত্র বিতরণ, সামাজিক ও মানব সেবামূলক কর্মকান্ডে নিজেকে জড়িয়ে মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন।
পুনাক সভানেত্রী রেহেনা ফেরদৌসি বলেন, এই অর্জন আমার নয়, এই অর্জন খাগড়াছড়িবাসীর যাহারা আমাকে মানুষের পাশে দাঁড়াতে সহযোগীতা করেছেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যাহারা তাহাকে “মাদার তেরেসা শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২৩” এ ভূষিত করেছেন। তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খাগড়াছড়িবাসী এবং পুনাক খাগড়াছড়ির সকল সদস্যদের প্রতি।