কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া করে মানুষের মত মানুষ হতে হবে, দেশ ও সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে। একসময় তোমরা রাষ্ট্রের হাল ধরবে।
তিনি বুধবার (১৯মার্চ) সকাল সাড়ে ১১ টায় রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবুর সভাপতিত্বে শিক্ষক স্বপন দাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলার আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, শহীদ সামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হানিফ ও কাপ্তাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেন। এসময় আরোও বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত কামাল ও পরীক্ষার্থী আয়শা আক্তার আনিকা।