মঙ্গলবার , ২৭ মে ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির নেতৃত্বে জয়সিন্ধু-রুপকুমার

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মে ২৭, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কার্বারী কল্যাণ সমিতির ত্রি- বার্ষিক সম্মেলনে সভাপতি জয়সিন্ধু চাকমা সাধারণ সম্পাদক রুপকুমার চাকমা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মে ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কার্বারী সমিতির আয়োজনে বিলাইছড়ি অডিটোরিয়াম রুমে এক সম্মেলনে হেডম্যান এবং প্রায় কার্বারীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এতে আগামী ৩ বছর পর্যন্ত দায়িত্বে থাকবেন এই ১৩ সদস্য বিশিষ্ট কার্বারী সমিতি (কমিটি)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক – এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট তারই ধারাবাহিকতায় নতুন কমিটি যে দায়িত্ব নিবেন তাদের অনেক কিছু গুরু দায়িত্ব রয়েছে। তা ভবিষ্যতে কিভাবে পালন করবে একটু নজর দেওয়া উচিত। তিনি আরো বলেন, সমগ্র বাংলাদেশে ৬৪ জেলার মধ্যে ৩ পার্বত্য জেলা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এখানে রয়েছে হিলট্রক্ট রেগুলেশন, ১৯০০ সনের শাসনবিধি, জেলা পরিষদ,  ১৯৯৭ সালে আঞ্চলিক পরিষদ, ভূমি ব্যবস্থাপনা, ভূমি নিস্পতি কমিশন। সেটার আলোকে কার্বারীর এই সম্মেলন গুরুত্বপূর্ণ এবং এই কার্বারী প্রথা। যদিও-বা হিলট্রাক্স রেগুলেশনে কার্বারী প্রথা লেখা না থাকলেও জেলা পরিষদ আইন ৬৬ (১) ধারায় লিখিতভাবে বলা আছে রাজা, হেডম্যানের পাশাপাশি কার্বারীরাও বিচার করতে পারবে বলে বলা আছে। প্রথা অনুসারে সমস্যার সমাধান করতে পারবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ১২০ নং (এ) তিনকুনিয়া মৌজার হেডম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া, ১২৬ নং বিলাইছড়ি মৌজার হেডম্যান বিমলী চাকমা, ১২৭ নং কেরনছড়ি মৌজার হেডম্যান সুনিক জ্যোতি তালুকদার। সভাপতি সম্পাদক ছাড়াও সমিতির অন্যান্যরা পদে আসীন হলেন সহ- সভাপতি হিসেবে দায়িত্ব পান শান্তি লাল চাকমা ও স্বপন বিকাশ চাকমা, সহ-সাধারণ সম্পাদক বিতুময় চাকমা, অর্থসম্পাদক প্রিয়জয় তঞ্চঙ্গ্যা, সহ- অর্থসম্পাদক দিপালী তঞ্চঙ্গ্যা, মহিলা বিষয়ক সম্পাদক তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, যুগ্ন-সাংগঠনিক সম্পাদক থিরফিল ত্রিপুরা, দপ্তর সম্পাদক অমরশিং চাকমা, সদস্য শান্তিময় চাকমা এবং বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা।

এছাড়াও কার্বারীদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন কুমার তঞ্চঙ্গ্যা, গুলক্ক তঞ্চঙ্গ্যা, মঙ্গলী চাকমা, নিরলাল তঞ্চঙ্গ্যা, বসন্ত কুমার তঞ্চঙ্গ্যা, চাইথোয়াইপ্রু মার্মা, অঞ্জনা চাকমা, স্নেহলতা চাকমা, দিপালী তঞ্চঙ্গ্য, রুপালী চাকমা, স্বপন চাকমা, বালি চাকমা, বরুন চাকমা, লিয়ানথাং পাংখেয়া, মুনি তঞ্চঙ্গ্যা, বিশ্বসাগর তঞ্চঙ্গ্যা, সুগন্ধি কুমার তঞ্চঙ্গ্যা, অনিল তঞ্চঙ্গ্যা। সমিতিটি গঠনের প্রথম তারিখ জানা না থাকলেও ২য় বারে ২ ফেব্রুয়ারী ২০১৭ সালে গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর ২০২৪ ইং। গঠন হবার কথা থাকলে বিভিন্ন সুবিধা- অসুবিধার কারণে স্থগিত করা হয়। পরে অমরজীব কার্বারী আহ্বায়ক কল্পকার্বারী সদস্য সচিব এবং তনা কার্বারীকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট  ১ টি এডক কমিটি গঠন করলে তা আজ পূর্ণাঙ্গ কমিটির রুপ ধারণ করলো।

জানা গেছে, সভাপতি পদে ২ জনের মধ্যে থুইপ্রু মার্মা (আকাশ)  নির্বাচন না করে জয়সিন্ধু চাকমাকে সমর্থন করেন। সাধারণ সম্পাদক পদে মাটিরাম চাকমা, বিতুময় চাকমা, রুপকুমার প্রার্থী হলে পরে মাটিরাম ও বিতুময় রুপ কুমারকে সমর্থন করেন, মহিলা বিষয়ক সম্পাদিকা তনা তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক ক্যহলাপ্রু মার্মা, কোষাধ্যক্ষ প্রিয়জয় তঞ্চঙ্গ্যা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।এতে আরো জানা গেছে, ৮৭ জন কার্বারীদের মধ্যে ভাতাপ্রাপ্ত ৫৪ জন এবং  ভাতা বিহীন ৩৩ জন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: