শনিবার, মার্চ ২৫News That Matters

কাপ্তাইয়ে ইয়াবা-চোলাই মদসহ যুবক আটক

শেয়ার করুন:

 

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ মাদক পাচারকারী এক ব্যক্তিকে আটক করেছে।

গত বৃহস্পতিবার রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন রেশম বাগান সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির বিরোদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন রেশম বাগানের জারুল বাগান সংলগ্ন ব্রীজ এলাকা থেকে মোঃ আবদুর রহিম(২৬)কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়নের আধুর পাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান।

এইসময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মাদক সে পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে শুক্রবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *