“সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫”।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মহালছড়ি এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাদাৎ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, প্রেসক্লাব সভাপতি বাবু দীপক সেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে সচেতন হয়ে নিজ নিজ এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তারা আরও বলেন, দুর্যোগকালীন সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণই হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর মূল উপায়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবু রায়হান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের অংশ। তবে আগাম সতর্কতা ও সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি জনগণকে ও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।