গত সোমবার বিলাইছড়ির কেংড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ড স্থান পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মঙ্গলবার (৯ মে) সকাল ১১ টায় তিনি আগুনে ক্ষতিগ্রস্থ কেংড়াছড়ি বাজারে গিয়ে ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। এসময় ক্ষতিগ্রস্থ প্রতিজন ব্যবসায়ীকে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রসালয় হতে নগদ ৫ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ হতে নগদ আড়াই হাজার টাকা করে সর্বমোট সাড়ে ৭ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয় ।
এসময় জেলা প্রমাসককে ক্ষতিগ্রস্তরা জানান দোকান, ইলেকট্রনিকস দোকান এবং অন্যান্য দোকানসহ সর্বমোট ৫৩ জন ব্যবসায়ীর ৫৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়, কোন মালামাল বের করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সব মিলিয়ে প্রায় ৪ কোটির টাকা।
ত্রাণ বিতরণকালে রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্রাহ আল মাহমুদ, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, , পিআইও মো: শামসুদ্দীন, , বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীদুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মহর আলী সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।