রিজভী রাহাত, বান্দরবান।
বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে অমর অকুশে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ।
রাত ১২.০১মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার।
এর পরে অতিরিক্ত জেলা প্রশাসক মো: লুৎফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে শহিদ মিনার এলাকায়।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় সকলের কন্ঠে ধ্বনিত হয় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
এদিকে সকালে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।