রাঙামাটি জেলার দুর্গম সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি সড়ক দুঘটনায় ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে বাঘাইহাট বাজার থেকে সাজেকে যাওয়ার সময় সিজকছড়া নামক স্থানে গিয়ে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। জীপ গাড়িতে থাকা নোয়াখালী মহিলা কলেজের ১২জন শিক্ষার্থীর মধ্যে ৬জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
সূত্রেজানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ৬ইবি বাঘাইহাট জোনের ৯নং পাড়া আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার দিদারের নেতৃত্বে ১টি টহল দল ঘটনা স্থালে গিয়ে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
লংগদু ও বাঘাইছড়ি (সার্কেল) সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান মুঠো ফোনে জানান, সাজেক থানার ওসি আমাকে জানিয়েছে পর্যটকবাহী একটি জীপ গাড়ি সড়ক দুর্ঘটনায় প্রায় ৬জন আহত হয়েছে। স্থানীয় লোকজন, পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়।